শর্তাবলী (Terms & Conditions) — Sarkar Haat

ভূমিকা

এই শর্তাবলী Sarkar Haat-এর ওয়েবসাইট এবং সেবাসমূহ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট ব্যবহার বা কোনো অর্ডার করার মাধ্যমে আপনি এই শর্তাবলী মেনে নিচ্ছেন।


১. অর্ডার ও ক্রয়

  • ওয়েবসাইটে প্রদর্শিত সব পণ্যের দাম পরিবর্তনযোগ্য এবং যেকোনো সময় আপডেট হতে পারে।

  • অর্ডার করার সময় গ্রাহককে সঠিক নাম, মোবাইল নাম্বার এবং ডেলিভারি ঠিকানা দিতে হবে।

  • Sarkar Haat অর্ডার বাতিল বা পরিবর্তন করার অধিকার রাখে (যেমন পণ্য স্টকে না থাকা বা ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে)।


২. পেমেন্ট

  • আমরা ক্যাশ অন ডেলিভারি (পণ্য হাতে পেয়ে টাকা প্রদান) এবং নির্দিষ্ট ক্ষেত্রে অনলাইন পেমেন্ট গ্রহণ করি।

  • গ্রাহককে অবশ্যই সঠিক পরিমাণ অর্থ প্রদান করতে হবে।


৩. ডেলিভারি

  • ডেলিভারি সময়সীমা লোকেশন এবং কুরিয়ার সার্ভিসের উপর নির্ভর করে।

  • আমরা সর্বোচ্চ চেষ্টা করি নির্ধারিত সময়ে পণ্য পৌঁছে দিতে।

  • ডেলিভারির সময় পণ্য পরীক্ষা করে গ্রহণ করার দায়িত্ব গ্রাহকের।


৪. রিটার্ন ও রিফান্ড

  • নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাহক ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য ফেরত দিতে পারবেন।

  • রিটার্ন গ্রহণের ক্ষেত্রে পণ্য অবশ্যই অরিজিনাল অবস্থায় এবং প্যাকেজিং সহ ফেরত দিতে হবে।

  • রিফান্ড বা পরিবর্তনের শর্তাবলী আমাদের রিটার্ন নীতিমালা অনুযায়ী হবে।


৫. ব্যবহারকারীর দায়িত্ব

  • ওয়েবসাইট ব্যবহার করার সময় ভুয়া তথ্য দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

  • আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে গিয়ে কোনো অবৈধ কাজ করলে তার দায় গ্রাহককেই নিতে হবে।


৬. মেধাস্বত্ব (Intellectual Property)

  • Sarkar Haat ওয়েবসাইটে প্রদর্শিত সকল কনটেন্ট (টেক্সট, ছবি, লোগো, ডিজাইন ইত্যাদি) Sarkar Haat-এর সম্পত্তি।

  • আমাদের অনুমতি ছাড়া এসব কনটেন্ট কপি বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।


৭. দায়সীমা (Limitation of Liability)

  • অনিবার্য কারণে (যেমন প্রাকৃতিক দুর্যোগ, কুরিয়ার সমস্যার কারণে) ডেলিভারিতে বিলম্ব হলে Sarkar Haat দায়ী থাকবে না।

  • ওয়েবসাইট ব্যবহারের ফলে কোনো প্রকার ক্ষতির জন্য Sarkar Haat দায় নেবে না।


৮. নীতিমালা পরিবর্তন

আমরা যেকোনো সময় আমাদের Terms & Conditions পরিবর্তন করার অধিকার রাখি। পরিবর্তন হলে তা ওয়েবসাইটে আপডেট করা হবে।


৯. যোগাযোগ

📌 ওয়েবসাইট: sarkarhaat.com
📧 ইমেইল: hello@sarkarhaat.com
📞 ফোন: 01732784259, 09638771037